January 16, 2025, 1:53 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুরের সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে গণ অনশন।

কায়কোবাদ শামীম মাদারীপুর
মাদারীপুরে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির (KBDS) উদোগে শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল চার ঘটিকায় ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুরের সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে গণ-অনশন কর্মসূচি পালন করা হয়। মাদারীপুর শকুনি লেকের উত্তরপাড় শহীদ কারণ চত্বরে অনুষ্ঠিত হয়।গণ অনশনে বক্তাগণ অবিলম্বে ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুরের সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর দাবী জানান এ ব্যপারে মাননীয় প্রধান মন্ত্রী,মাননীয় স্বাস্থ্য মন্ত্রী,স্থানীয় মাননীয় এম পি মহোদয়সহ জেলাপ্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যকরী হস্থক্ষেপ কামনা করেন। যদি ২৫০ শয্যা হাসপাতালটি দ্রুত চালু না হয় তা হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দেয়া হয়। গণ-অনশনে মাদারীপুরের বিভিন্ন সেচ্ছাসেবী  সংগঠন ও সামাজিক সংগঠন সমূহ নাগরিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। উক্ত গনঅনশন অনুষ্ঠানে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি(KBDS) এর সম্মানিত উপদেষ্টা জনাব,মীর সরোয়ার আলম ফেরদৌস বলেন- একজন অসহায় মানুষের চিকিৎসার একমাত্র যায়গা হলো সরকারি হাসপাতাল।  আমাদের হাসপাতালের ভবন নির্মাণ করা হয়েছে,চিকিৎসা সরঞ্জাম রয়েছে তাহলে কেনো হাসপাতাল পূর্নাঙ্গভাবে চালু হচ্ছে  না? মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানাচ্ছি অতি দ্রুত হাসপাতালটি চালু করার জন্য। এতে অংশ গ্রহণ কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি(KBDS),আইন সহায়তা ফাউন্ডেশন,মাদারীপুর সরকারী কলেজ এর ছাত্রবৃন্দ,দুরন্ত মাদারীপুর, পাশে আছি মাদারীপুর,ধ্রুবতারা পরিবার,অদম্য মাদারীপুর,বিডি ক্লিন মাদারীপুর,স্বপ্নের সবুজ বাংলাদেশ,মানবিক রক্ত ব্যাংক,সবুজ বাংলাদেশ,চিড়াইপাড়া যুব সংঘ,পাগদী নবীন যুব সংঘ, প্রবাসী কল্যাণ সোসাইটি, তারুণ্যের প্রভাত,তারুণ্যেই শক্তি ফাউন্ডেশন,সচেতন নাগরিক কমিটি,আদর্শ কল্যান সংস্থা, বাংলাদেশ স্কাউট, মাদারীপুর জেলা,টি আই বি,নান্দনিক মাদারীপুর,ইসলামি যুব সমাজ সহ মাদারীপুরের উল্লেখযোগ্য সামাজিক সংগঠন ও বিশিষ্ট নাগরিক গণঅংশগ্রহন করেন প্রতীকী গণ অনশন কর্মসূচীতে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
গণঅনশন কর্মসূচি সঞ্চালনা করেন নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মুরাদ ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ
Share Button

     এ জাতীয় আরো খবর