January 16, 2025, 1:37 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

প্রায় দুই যুগ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন

এম খায়রুল ইসলাম পলাশ, ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২৭ সালে।প্রতিষ্ঠালগ্ন থেকেই ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ সুনাম অক্ষুন্ন রেখে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে হাজারো শিক্ষার্থীদের মাঝে। বিদ্যালয়ের শিক্ষা সহ সার্বিক মান উন্নয়নের লক্ষে প্রায় দুই যুগ পরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিদ্যালয়ের পরিচলনা পরিষদের অভিভাবক সদস্য নির্বাচন। নির্বাচনে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় চারজন ও মাধ্যমিক শাখায় চার জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে দুই জন সর্বমোট দশ জন প্রার্থী অংশ নিয়েছেন।
নির্বাচনে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় সদস্য পদে প্রার্থী হয়েছেন (ব্যালট নং অনুযায়ী) আবুল হাসানাত আব্দুল্লাহ (সুমন সিকদার)-০১, মোঃ আসলাম হোসেন মৃধা -০২, মোঃ জাকির হোসেন-০৩, মোঃ নয়ন মৃধা-০৪ । মাধ্যমিক শাখায় (ব্যালট নং অনুযায়ী) প্রার্থী অরুন পাল-০১, মোঃ আলমগীর চৌধুরী -০২, টি. এম বেলায়েত হোসেন-০৩, মোঃ ফরিদুল ইসলাম- ০৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লিপি আক্তার-০১,  মোসাঃ হাফিজা আক্তার-০২ প্রার্থী হয়েছেন।
ইতিপূর্বে ১১ দফা দাবী নিয়ে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও দুর্নীতি বিরোধী আন্দোলন মঞ্চ গড়ে তুলেছিলেন রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী’রা। সেই আন্দোলন মঞ্চের ১১ দফা দাবির ভিত্তিতে বিদ্যালয়ের বেদখল হওয়া সম্পত্তি থেকে আংশিক সম্পত্তি রক্ষা পেয়েছে এবং বিদ্যালয়ের সুনাম সহ ঐহিয্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন মুখী কাজ করে যাচ্ছেন সম্পত্তি রক্ষা ও দুর্নীতি বিরোধী আন্দোলন মঞ্চ।
বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও দুর্নীতি বিরোধী আন্দোলন মঞ্চের প্রতিটি আন্দোলন,অবস্থান কর্মসূচি,গণস্বাক্ষর কর্মসূচি মানববন্ধন সহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সামনের সারিতে থেকে যারা কাজ করেছেন এমন কয়েকজন প্রার্থী তালিকায় রয়েছেন। পক্ষান্তরে বিদ্যালয়ের সম্পত্তি আত্মসাৎকারিদের মধ্যেও রয়েছেন প্রার্থীর তালিকায় ।
দীর্ঘদিন পরে বহু আকাঙ্খিত পরিচলনা পরিষদ নির্বাচনকে ঘিরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনেকেই মনে করেন বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে এবং শিক্ষার মান উন্নয়য়নে যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকেই অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করা প্রয়োজন। এ ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নির্বাচন নিয়েও ব্যপক উৎসাহ দেখা গেছে অভিভাবকদের মধ্যে। বিদ্যালয়ের সম্পত্তি দখলে জড়িত নেই এমন প্রার্থীই নির্বাচিত হবে বলে প্রত্যাশা অভিভাবকদের।
এদিকে ১২ অক্টোবর দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে জেলা ও উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন আন্দোলন মঞ্চের সদস্য এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রেস ব্রিফিং এ তারা জানান, পরিচলনা কমিটির নির্বাচন যা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এস.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা করায় সকল অভিভাবকগণ নির্বাচনের খবর ভালো ভাবে পায়নি। এ কারনে বিষয়টি সাংবাদিকদের ব্যাপক প্রচারের অনুরোধ করেন যাতে সকল ভোটার উপস্থিত হয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচনে অবিভাবক সদস্য হিসেবে ভোটারদের স্কুলের স্বার্থে যারা কাজ করবে তাদের ভোট দেয়ার অনুরোধ জানান তারা। ভোট যাতে সুষ্ঠু হয় এবং জাল ভোট প্রতিরোধে সকল ভোটারকে এনআইডি কার্ড সাথে নিয়ে আসতে অনুরোধ করেন তারা।
ব্রিফিংএ নির্বাচনে ব্যালট পেপারের নমুনা জানিয়ে দেয়া হয়। প্রাথমিক শাখার (সদস্য) ব্যালটের রং গোলাপি, নির্বাচিত হবেন ২ জন। মাধ্যমিক শাখায় (সদস্য) ব্যালটের রং নীল, নির্বাচিত হবেন ২ জন। সংরক্ষিত মহিলা (সদস্য) ব্যালটের রং হলুদ, নির্বাচিত হবেন ১ জন। দশজন প্রার্থীর মধ্য থেকে ভোটের মাধ্যমে সর্বমোট পাঁচ জন প্রার্থী নির্বাচিত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা, রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক গোলাম মোস্তফাা গাজী, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বাবু নিত্যানন্দ সাহা। প্রেস ব্রিফিং পাঠ করেন রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আমির খসরু বাবুল। তারা সকলেই রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

Share Button

     এ জাতীয় আরো খবর