January 15, 2025, 11:35 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এস,এস,সি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ

মোঃ সবুজ আল-আমিন
কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সুলতান মোঃ সিরাজুল ইসলামের উদ্যোগে  এস,এস,সি সমমান পরীক্ষার্থীদের মাঝে কলম,পানির বোতল, ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ সহ অভিভাবকদের নিরাপদ বসার স্থানের ব্যাবস্থা করা হয়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইড় ইউনিয়নের বড়ইবাড়ী এ,কে,ইউ ইনিস্টিটিউষণ ও কলেজে এস,এস,সি শিক্ষার্থীদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে।

বিগত দিনগুলোতেও গাজীপুর জেলা ছাএলীগের সভাপতি সুলতান মোঃ সিরাজুল ইসলামের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে উপজেলার ছাএলীগ কর্মীরা। এতে করে সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা জয় করে নিচ্ছে তারা।

শিক্ষার্থীরা বলেন- কলম, ফাইল,স্কেল ও বিভিন্ন সামগ্রী উপহার দেওয়ায় আমরা অত্যন্ত খুশি এবং আমাদের অভিভাবকদের পরীক্ষা চলাকালীন সময়  বাহিরে দাঁড়িয়ে থাকতে হতো যা অতান্ত্যই কষ্টদায়ক। এই মহৎ উদ্যোগে সেই কষ্ট লাঘব হওয়াতে গাজীপুর জেলা ছাএলীগকে অভিনন্দন ও সাদুবাদ জানাই  ।

সরেজমিনে ও অভিভাবকরা জানান, কালিয়াকৈর উপজেলা ছাএলীগ কর্মীরা সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী ও অভিভাবকদের নিরাপদ বসার স্থান এবং পানির বতল বিতরণ করে। এতে করে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রচন্ড গরম ও রোদের করণে দীর্ঘ সময় পরীক্ষার হলের বাহিরে দাঁড়িয়ে থাকাটা অতান্ত কষ্টকর। এত সুন্দর একটি উদ্যোগ নেয়ায় আমরা অতান্ত খুশি এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এরুপ উদ্যোগ নেয়া জরুরী বলে মনে করেন অভিভাবকরা।

উদ্যোগটিতে মূল সহযোগী ভুমিকা পালন করেন, কালিয়াকৈর উপজেলা ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাবিবুর রহমান লাবিব, মৌচাক ইউনিয়ন ৩নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সৌরভ হোসেন, মৌচাক ইউনিয়ন ১ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ অন্তর হোসেন সহ আরও ছাএলীগ নেতৃবৃন্দরা।

Share Button

     এ জাতীয় আরো খবর