একান্তে সমুদ্র সৈকতে…
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
হৃতিক রোশানের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চলতি সময়ের আলোচিত অভিনেত্রী বাণী কাপুর। এরইমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবে ভালো দর্শকপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় হৃতিকের সঙ্গে নতুন ছবিতে কাজ করছেন। তবে নতুন খবর হলো আজকাল হৃতিক ও বাণীর মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যাচ্ছে। বিভিন্ন পার্টিতেও তারা একসঙ্গে যাচ্ছেন। পাশাপাশি রেস্টুরেন্টেও তাদের দুজনকে একসঙ্গে আবিষ্কার করা গেছে। তবে কি চলছে হৃতিক-বাণীর মধ্যে? জানা গেছে, শুটিং শুরুর আগেই পর্দার বাইরেও হৃতিক-বাণীর সম্পর্ক জমে উঠেছে। তার একে অপরের বন্ধু বনে গেছেন। অনেকে বলছেন তার থেকেও বেশি। হৃতিকও বাণীর সঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন। সব মিলিয়ে তাদের নিয়ে আলোচনাও চলছে চারদিকে। তবে আলোচনায়-সমালোচনায় পাত্তা দেয়ার মানুষ নন তারা। দিব্যি দুজন ঘুরে বেড়চ্ছেন একসঙ্গে। সম্প্রতি তাদের সমুদ্র সৈকতেও একান্তে সময় কাটাতে দেখা গেছে।