রিয়ন ইসলাম রকি গাইবান্ধা
গাইবান্ধায় ৩য় ধাপে জাতীয়করণ যোগ্য বাদপড়া বেসরকারী বিদ্যালয় সমূহ জাতাীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখা।
বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি গাইবান্ধা জেলাশাখার আয়োজনে সমিতির সভাপতি ফেন্সি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশিদ খোকন, যুগ্ম মহাসচিব সুমন কুমার চাকি,জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এনামুল হক, সদর উপজেলা শাখার মহিলা সম্পাদিকা শাহানাজ পারভীন,সাদুল্যাপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালম আজাত ফুলছড়ি উপজেলা শাখার প্রচার সম্পাদক মিলু প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাফফর হোসেন, আবু তাহের,আল মাবুূদ,মুসা,রফিকুল,এনামুল,সেকেন্দার,মঞ্জিলা, মাসুূূদ রানা সহ অন্যান্যরা। পরে গাইবান্ধা জেলাপ্রশাসক অলিউর রহমান – এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।