January 13, 2025, 11:17 pm

সংবাদ শিরোনাম

গাজীপুরের কালিয়াকৈরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ।

মোঃ সবুজ আল-আমিন
ক্রাইম রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালের ভুল চিকিৎসায় রবিবার দুপুরে আরিফা আক্তার (১৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মৃত আরিফা আক্তার কুড়িগ্রামের রাজারহাট থানার পাটোয়ারী গ্রামের বাকপ্রতিবন্ধি মোঃআশরাফুলের মেয়ে।
মৃত আরিফা আক্তার উপজেলার সিনাবহ খন্দকার পাড়ায় বাবা,মা ও ভাই এর সাথে নওশেদের বাসার ভাড়াটিয়া।

মৃত আরিফার পরিবার জানান,শনিবার দুপুরে পেটে ব্যাথার কারনে উপজেলার সফিপুর বাজার এলাকার তানহা হেলথ কেয়ার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিফাকে ৭-৮ টি টেস্ট করিয়ে স্যালাইন দিয়ে হাসপাতালে ভর্তি করান। পরে রবিবার দুপুরে শিশু আরিফাকে তানহা হেলথ কেয়ার হাসপাতালের কতৃপক্ষ তড়িঘড়ি করে  অ্যাম্বুলেন্সে তুলে অন্য  হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা বাধা দেয় এবং দেখতে পান শিশু আরিফার নিথর দেহ এম্বুলেন্সে পরে আছে।

তানহা হেলথ কেয়ার হাসপাতাল এর ম্যানেজার মোস্তফা জানান,অসুস্থ অবস্থায় শিশুটিকে আমাদের হাসপাতালে আনা হয়েছিলো চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর