এস আর সোহেল রানা(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বিভিন্ন ঘটনায় ৯জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায় ইং ০১/০৯/২০২২ তারিখ তানোর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেপ্তার করেন। এরা হলেন ঈজ- ড/অ পরোয়ানা মূলে ০৫ (পাঁচ) জন আসামি ১। মোঃ খলিল, পিতা-মৃত আঃ রশিদ, ২। মোঃ জামাল, পিতা-মৃত আঃ রশিদ, ৩। নাহিদ, পিতা-মোঃ আঃ লতিফ, ৪। মোঃ কামাল, পিতা-মৃত আঃ রশিদ,
৫। মোঃ আঃ লতিব, পিতা-মৃত আঃ রশিদ, সর্ব সাং- বিলশহর, থানা- তানোর, জেলা -রাজশাহীদের গ্রেফতার এবং এজ- ড/অ মূলে ০১ (এক) জন আসামি ১। মোঃ সুমন ইসলাম(২৮), পিতা-মোঃ হুমায়ন কবির, সাং-মুন্ডমালা, থানা- তানোর, জেলা -রাজশাহীকে গ্রেফতার ও নিয়মিত মামলা আসামি ০১ (এক) জন আসামি ১। মোঃ আতাউস সামাদ(৩১), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং- নয়টিপাড়া, থানা- তানোর, জেলা -রাজশাহীকে গ্রেফতার এবং অপর একটি নিয়মিত মামলার চুরি যাওয়া গরু উদ্ধার পূর্বক মামলার ০৩ (তিন) জন আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম লিটন (২৫), পিতা- মোঃ সাত্তার ২। মোঃ শুকুর আলী(৩৫), পিতা- মৃত আবদুর রহিম মন্ডল উভয় সাং-পাচন্দর (উত্তরপাড়া),
৩। মোঃ শাফিউল ইসলাম (২৬), পিতা- মৃত আজিমুদ্দিন, সাং- চুনিয়াপাড়া, সর্ব থানা- তানোর, জেলা -রাজশাহীদের গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে তানোর থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৯/২০২২ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত সর্ব মোট ১০ (দশ) জন আসামীদের অদ্য ইং ০২/০৯/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, ঈজ- ড/অ মুলে গ্রেফতারকৃত ৩নং কিশোর অপরাধী হওয়ায় তাহার ছবি উঠানো হয়নি।