January 13, 2025, 1:37 pm

সংবাদ শিরোনাম

জৈন্তাপুরে বিপুল পরিমান ভারতীয় রুপি  উদ্ধার, আটক স্বামী স্ত্রী।

 

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সোমবার রাত ৯ টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে এক অভিযান পরিচালনা করে বিপুল পরিমার ভারতীয় মুদ্রা উদ্বার করা হয়। উপজেলা সদরের নিজপাট কমলা বাড়ি এলাকার কালা মিয়া বাস ভবন হতে   অবৈধ ভারতীয়  রুপি ৮ লক্ষ  ৫২ হাজার ও বাংলাদেশি ১ লক্ষ ৬১ হাজার ৭৭০ টাকা উদ্ধার করে।এ ছাড়া ৩০ টি ব্যাংক চেক বই ভারতীয় কসমেটিকস্ সহ বিভিন্ন আলামত  বাসা হতে জব্ধ করে। অভিযুক্ত ব্যক্তি সাবেক ব্যাংক কর্মচারি আলে আহমদ, পিতা চান মিয়া, ও তার স্ত্রী ছালেহা বেগম উভয় নরসিংদী জেলা রায়পুরা থানার ও মির্জানগর  গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ সরজমিনে অভিযানটি পরিচালনা করে এর সত্যাতা নিশ্চত করেন।
এলাকা বাসি জানানা  দিনে রাতে যে হারে চুরাকারবার চলছে আমাদের জীবন হুমকির মুখে চলে যাচ্ছে। রকেট গতিতে চলে চোরাই গাড়ি।নিশ্চিত টাকা গোলা ভারত হতে পাচার করা। চোরাকারবার প্রতিরোধে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান।
Share Button

     এ জাতীয় আরো খবর