January 13, 2025, 1:43 pm

সংবাদ শিরোনাম

অতিরিক্ত মূল্যে সার বিক্রি, দুই প্রতিষ্ঠান‌কে ৪০ হাজার টাকা জরিমানা

কু‌ড়িগ্রাম প্রতিনি‌ধি:-
কুড়িগ্রামের চিলমারী উপ‌জেলায় অ‌তি‌রিক্ত মূ‌ল্যে রাসায়‌নিক সার বি‌ক্রির অ‌ভি‌যো‌গে উপজেলায় রাসায়নিক সার বিক্রয়কারী দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কু‌ড়িগ্রাম জেলা কার্যাল‌য়ের বাজার তদার‌কি দল। রবিবার (২৮ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কু‌ড়িগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোস্তা‌ফিজুর রহমান।
মোস্তা‌ফিজুর রহমান জানান, সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের চে‌য়ে অ‌তি‌রিক্ত মূ‌ল্যে রাসায়‌নিক সার বি‌ক্রির অ‌ভি‌যো‌গে চিলমারী উপজেলার নতুন জোড়গাছ বাজার এলাকার সার ব্যবসায়ী মোঃ জাহেদুল ইসলামের ম্যানেজার মোঃ নুর আলমকে  ২০ হাজার টাকা এবং একই অপরাধে একই বাজারের ত্বহা ট্রেডার্স এর মালিক মোঃ গওসুল আজমকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সা‌থে তা‌দের‌কে সতর্ক করা হয়।
অভিযা‌নে  চিলমারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আরশাদ আলী এবং চিলমারী থানা পুলিশ সহযোগিতা করে।
Share Button

     এ জাতীয় আরো খবর