January 13, 2025, 1:28 pm

সংবাদ শিরোনাম

নীলফামারী ডোমারে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযান।

মামুন উর রশিদ রাসেল জেলা প্রতিনিধি নীলফামারী

নীলফামারী ডোমারে পৌরসভা এলাকার উপজেলা মোড়ে একটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে পেন্টাডল নামে মাদক জাতীয় ওষুধ উদ্ধার ও দোকান কর্মচারী রাজিব(২০)কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বলেন,দির্ঘদিন থেকে পার্থ প্রতিম সরকার নেশা জাতীয় ঔষধ পেন্টাডল বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হয়। রাজিব ডোমার পৌরসভার ৯ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে। আজ বিশেষ অভিযানে পার্থ প্রতিম সরকার পিতা কিশোব সরকারের ওষুধের দোকান থেকে ১১০ পিস পেন্টাডল ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে পার্থ প্রতিম সরকারকে গ্রেফতার চেষ্টা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক উপস্থিত মানুষের উদ্দেশ্য বলেন, নিজের সন্তানকে মাদক থেকে নিরাপদ রাখতে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।এলাকাবাসী অভিযোগ করেন পার্থ প্রতিম সরকার দীর্ঘদিন থেকে মাদকের ব্যাবসা করে আসছে।আজ পাথরের কারণে অসহায় দিনমজুরের ছেলে রাজিব মাদক মামলার আসামি হল।
Share Button

     এ জাতীয় আরো খবর