কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পৌর শহরের ঝিনুক সিনেমা হল সংলগ্ন হরিকেশ কোনা পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত নামা এক যুবকের রশিতে ঝুলানো অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ আগস্ট) বিকেলে ওই বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পরিত্যক্ত বাড়িটির মালিক কুড়িগ্রাম শহরের আপন বেকারির জয়নাল আবেদীন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় ফুটবল খেলতে ছিল শিশুরা। খেলার সময় বলটি ওই বাড়িতে গেলে এক শিশু নিতে যায়। নেওয়া সময় জানালা দিয়েন ওই বাড়ির একটি রুমে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শন (এসআই) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি জানান, একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত নামা এক যুবকের অর্ধ গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বাড়িটির মালিক জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে মরদেহটি ১০-১৫ দিন আগের। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।