বাবুল রানা মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ দোকানে ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার জলছত্র ও পঁচিশ মাইল বাজারে লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান,লাইসেন্স বিহীন সার বিক্রি ও মজুদের অপরাধে উপজেলার দু’টি বাজারে পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ টি সারের দোকানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করেছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, মধুপুরের জলছত্র ও পঁচিশ মাইল বাজারে নিবন্ধন বিহীন সার বিক্রি, মজুদ, মূল্য তালিকা টানানো না থাকাসহ বিভিন্ন অপরাধে পৃথক দুটি ভ্রাম্যমান করে জরিমানা করা হয়েছে।
এ সময় অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।