-
- জেলা সংবাদ
- ঝিনাইদহে বিএনপির বিক্ষাভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় August, 27, 2022, 6:31 pm
- 99 বার পড়া হয়েছে
মনিরুজ্জামান সুমনঃ জ্বালানি তেলের মুল্য, পরিবহণ খাত ভাড়া বৃদ্ধি, অসহনীয় লাডশডিংসহ ভােলায় হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেদ্রীয় ঘােষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলা শহরে এ কর্মসূচীর আয়াজন করে উপজেলা ও পৌর বিএনপি।
শুরুতে উপজেলার বল্টু মােড় থেকে একটি বিক্ষােভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজলা শহরের বিভিন সড়ক ঘুরে তেলপাম্পের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা কৃষকদলের আহবায়ক আনায়ারুল ইসলাম বাদশা সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি মােকাবেলায় সরকারকে দায়ী করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দ্রুত এই সরকারকে ক্ষমতা থেক হটাতে সকলকে রাজপথে থেকে আন্দোলন করতে আহবান করেন।
এ জাতীয় আরো খবর