January 13, 2025, 11:14 am

সংবাদ শিরোনাম

সিলেটের দক্ষিণ সুরমায় সীমান্তিক (ঢাকা)’র এডমিন খুন হওয়ার ঘটনায় ১জন গ্রেফতার 

এম আব্দুল করিম,(সিলেট ব্যুরো) 
সিলেটের দক্ষিন সুরমা থানা পুলিশ কর্তৃক ভিকটিম মোঃ আনোয়ার হোসেন হত্যায় জড়িত আসামী মাহফুজুর রহমান বিপ্লব (২০) গ্রেফতার করেছে এসএমপি’র দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং ধৃত আসামী বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সূত্রে প্রাপ্ত খবরে জানা যায় নিহত
ভিকটিম মৃত মো: আনোয়ার হোসেন (৫১), পিতা-মৃত লতিফ শিকদার, সাং-শ্যামপুর, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, বর্তমানে-রায়েরবাজার শাখা, ঢাকা সীমান্তিকের এডমিন এন্ড একাউন্ট এর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ২২/০৮/২০২২ ইং তারিখে সীমান্তিকের একটি ট্রেনিং অংশগ্রহনের উদ্দেশ্যে সিলেটে আসেন। সিলেট আসার পর উপশহরের সঞ্চয়ীতা ট্রেনিং শাখায় অবস্থান করেন।
 গত ২৪/০৮/২০২২ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকা হইতে ০৭.২৫ ঘটিকার মধ্যে যে কোন সময় ভিকটিম মো: আনোয়ার হোসেন কে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর হইতে রেলস্টেশন গামী লিংক রোডস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন) এর পিছনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অজ্ঞাত কারণে গলায়, পিঠে, উরু এবং নিতম্ভ সহ বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থলে ফেলে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার পূর্বক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম মো: আনোয়ার হোসেন কে পরীক্ষা করিয়া মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে মৃতের ছোট ভাই মোঃ বাবুল শিকদার বাদী হইয়া দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যাহার প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৪,  তারিখ-২৫/০৮/২০২২ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। দক্ষিণ সুরমা থানা পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামী মাহফুজুর রহমান বিপ্লব (২০), পিতা-জাহিদুল ইসলাম, মাতা- বিউটি বেগম, সাং-বিরিকুল্লা, থানা-শাহাজানপুর, জেলা-বগুড়া, বর্তমান- মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট কে গ্রেফতার পূর্বক অদ্য ২৫/০৮/২০২২ ইং তারিখে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং-০২, সিলেট-এ হাজির করা হয়। আসামী মাহফুজুর রহমান বিপ্লব (২০), ভিকটিম মো: আনোয়ার হোসেন হত্যার ঘটনায় দোষ স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
Share Button

     এ জাতীয় আরো খবর