-
- জেলা সংবাদ
- কুড়িগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশা চালকের
- আপডেট সময় August, 25, 2022, 7:02 pm
- 110 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়েছে।
নিহত ওই অটোরিকশা চালক রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা।
এর আগে গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাট গামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ অটোরিকশা চালকের মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর