January 13, 2025, 11:14 am

সংবাদ শিরোনাম

কুড়িগ্রামের রৌমারীতে গাছ চাপায় স্কুল ছাত্র নিহত। 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে গাছ চাপায় স্কুল ছাত্র নিহত। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের বি পাখিউড়া সরকারী প্রাথমিকবিদ্যালয়ের পার্শ্বে পাকা সড়কে এ দূর্ঘনা ঘটে। নিহত স্কুল ছাত্র চর শৌলমারী দ্বি মুখি উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে একই ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের     শাহ আলেমর ছেলে আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১৩) স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায, বৃহস্পতিবার সকালে তার নানা বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পূর্ব পাখিউড়া এলাকায় রাস্তার গাছ কাটতেছিল কাঠুরিয়া ওই গাছ নোমানকে উপর পরলে গুরুতরভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে৷ নিলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রৌমারী থানার ওসি রূপ কুমার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন আইনি কার্য্যক্রম চলমান।
Share Button

     এ জাতীয় আরো খবর