January 13, 2025, 11:31 am

সংবাদ শিরোনাম

২১ আগষ্ট বিএনপি-জামাত এর হত্যাযজ্ঞ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন-পংকজ নাথ এমপি।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ আজ পাতারহাট বন্দরের ঘোষপট্টি সড়কে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি-জামাত এর হত্যাযজ্ঞ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ২১ আগষ্ট বাঙালি জাতির জীবনে একটি বিয়োগান্তক বেদনার দিন। ২১ আগষ্ট সেই গ্রেনেড হামলার পেছনে কারন ছিলো একটি টার্গেট ছিলো একটিই জনক তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা। কেননা তাকে বাঁচিয়ে রেখে তো যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না,এদেশকে পাকিস্তানের মতো জঙ্গি পরিবেষ্টিত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যাবে না,স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবেনা,তাই তাকে হত্যা করতেই হবে। ভাগ্যবান বাঙালি,ভাগ্যবান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ,বেঁচে গেলেন শেখ হাসিনা, বেঁচে  গেলো বাংলাদেশ কিন্তু হারিয়েছি আমরা বেগম আইভী রহমানের মতো নেত্রী,দেহরক্ষী মাহবুবসহ ২৪ বঙ্গ সন্তানকে। এসময় সাংসদ পংকজ নাথ ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, অধ্যক্ষ বিপুল বিহারি হালদার, অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক মুশফিকুর রহমান নিউটন, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল জলিল, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, ইউপি চেয়ারম্যান আবু রাশেদ মনি, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন খোকন, ইউপি চেয়ারম্যান মোস্তফা রাড়ি, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর