নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের তরুন ও যুবাদের সমন্বয়ে গঠিত
সামাজিক ও সেচ্ছাসেবী সংস্থা হোসেনপুর সোসাইটির উদ্যোগে আজ ১৫ই আগস্ট সোমবার
হোসেনপুর মুসলিম একাডেমি মাঠে বৃক্ষরােপণ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে কঞ্চিপাড়া
ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শত শিক্ষার্থীর প্রত্যেকের মধ্যে দুটি করে নিম গাছ
ও প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সেবা মূলক প্রতিষ্ঠান কে প্রায় পাঁচ হাজার নিম গাছ
বিতরণ করা হয়।
এর আগে হোসেনপুর মুসলিম একাডেমির সভাপতি জনাব জাহেদুল হকের সভাপতিতে
বৃক্ষরােপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব, আল ইমরান উপজেলা কৃষি অফিসার সদর উপজেলা গাইবান্ধা। উপস্থিত ছিলেন অত্র
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আব্দুল মালেক। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও
শিক্ষার্থী এবং হোসেনপুর সোসাইটির ভলান্টিয়ারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে জাহেদুল
হক বলেন 'নিম গাছ আমাদের সমাজের অনেক উপকারে আসে। আমরা ঔষধ হিসেবে নিম
গাছ ব্যবহার করে থাকি। আমরা সবাই এই গাছগুলো ভালো ভাবে পরিচর্যা করবো। নিয়মিত
পানি দেব।' এবং তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরােপণের গুরুত্বের বিষয়ে শিক্ষার্থীদের
সচেতন হতে বলেন। প্রতি বছর প্রত্যেকের বাড়ির ফাকা জায়গায় অন্তত দুইটি গাছের চারা
রােপণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান জনাব, আল ইমরান বলেন " নিম গাছের আদি নিবাস বাংলাদেশে। যে
এলাকায় নিম গাছ বেশি থাকে সেই এলাকায় মশার উপদ্রব কম হয়। নিম থেকে চর্ম রোগ ও
চুলের রোগের বিভিন্ন ঔষধ তৈরি হয়। গবাদিপশুর ও নানা রোগ নিরাময়ে এই গাছ ব্যবহার করা
হয়ে থাকে।"
আসিফ ইকবালের উপস্থাপনায় উপস্থিত সকলকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
হোসেনপুর সোসাইটি এর আগে নানা ধরনের সামাজিক সেবা মুলক কাজ করেছে। ভবিষ্যতেও
এমন কাজের ধারা অব্যহত থাকবে বলে জানিয়েছেন সোসাইটির সকল শুভাকাঙ্ক্ষীগন।