-
- অপরাধ, সারাদেশে
- ময়মনসিংহের ফুলপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে নজরুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ।
- আপডেট সময় August, 15, 2022, 5:48 pm
- 122 বার পড়া হয়েছে
গ্রেফতারকৃত নজরুল ইসলাম(৪০) নকলা থানার দরপট মোজাকান্দা গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে। মামলার ২০দিনের মধ্যে তাকে রবিবার দিবাগত রাতে ময়মনসিংহ সদর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
নজরুলের শ্বশুরবাড়ির সূত্রে জানা গেছে, উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারীর ২য় খন্ডের কালিবাড়ি এলাকার আব্দুছ ছালামের মেয়ের জামাই সে। বর্তমানে সে এখানেই ঘরজামাই হিসাবে বসবাস করত। ভিকটিমের এলাকা থেকে ধর্ষণের বিষয়ে জানতে চাইলে বলেন, মেয়েটি ধর্ষিতা হয়েছে এটা সত্য। তবে ওই বাড়িতে প্রায়ই নজরুল ইসলাম সহ আরো বিভিন্ন লোকজন আসা যাওয়া করত। এটা কি নজরুলের একার কাজ নাকি তাকে ফাঁসানোর জন্য। সঠিক তদন্তের মাধ্যমে এ বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ভিকটিমের মা জানান, আমার ১৩ রছরের মেয়ে ৫ মাসের গর্ভবতী। আমি ইউপি নির্বাচনে প্রচারণায় ব্যাস্ত সময়ে বাড়ি ফাঁকা থাকাই নজরুল ইসলাম আমার মেয়েকে বিভিন্ন সময় ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার ফলে গর্ভবতী হয়েছে। পরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ দের পরামর্শ গ্রহণে থানায় গিয়ে নজরুলের নামে মামলা করি।
এস আই বকুল সাহা বলেন , ওসি স্যার বিষয়টি আমলে নিয়ে ফুলপুর থানায় মামলা নং ২১ তারিখ ২৫/০৭/২২ খ্রি ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) রুজু করত এর তদন্তের দায়িত্ব আমাকেদেন। পরে আমি ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি ও মেডিক্যাল সম্পন্ন করে ১৪ই আগস্ট রোজ রবিবার রাত ২,৩০ মিনিটের দিকে আসামি নজরুলকে ময়মনসিংহ দাপুনিয়া এলাকা হতে গ্রেফতার করে থানায় নিয়ে আসি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন নজরুল ইসলামকে রাতে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আসামির ডিএনএ সংরক্ষণের আবেদন করা সহ মামলা তদন্ত চলমান রয়েছে।
এ জাতীয় আরো খবর