কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি মাটিভর্তি ট্রাক ও এক্সেভেটর সহ আটক করলো পাচারকারীকে। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উপকুলীয় ইউনিয়ন জালিয়াপালংয়ের মনখালী মেরিনড্রাইভ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী এ অভিযান চালায়।
স্হানীয়দের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, উপজেলার নানাস্হানে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে বন ও পরিবেশ ধ্বংসে জড়িত দুর্বৃত্তদের দৌরাত্ম্য, বিভিন্ন স্পটে নির্বিচারে চলছে পাহাড় নিধনের পাশাপাশি অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন। ফলে অপতৎপরতা বন্ধে মধ্যরাতেও অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এর আগে বৃহস্পতিবারও থাইনখালীতে অভিযান চালিয়ে বালুসহ ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আটককৃত পাচারকারী ময়মনসিংহ জেলার গৌরিপুরের বাসিন্দা রুস্তম আলী’র পুত্র মোহাম্মদ সজীব (২৫)। অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ডাম্পার) ও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ করা হয়।
আটক সজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটা রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কতৃক নিয়মিত মামলাসহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে।
দীপন বিশ্বাস, কক্সবাজার