পীরগঞ্জ রংপুর প্রতিনিধি||
রংপুরে এক ব্যবসায়ী সাবেক স্ত্রী ও তার পরিবার কর্তৃক প্রতারণার শিকার অভিযোগে মামলা করেছেন। প্রতারনার ঘটনার বিষয়ে সহযোগিতা নিতে গিয়েও প্রতারণার শিকার ও ভয়ভীতির শিকার হওয়ায় ভুক্তভুগির সংবাদ সম্মেলন।
১০আগস্ট দুপুর সাড়ে ৩টায় সেন্ট্রাল রোডে একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভুগি আকরাম হোসেন মাইনুল লিখিত বক্তব্যে বলেন, আমার সাবেক স্ত্রী ও তার পরিবার মিলে আমার জীবন ও অতিকষ্টে অর্জিত অর্থ-সম্পদ আতস্বাৎ করায় তিনি বিজ্ঞ আদালতে মামলা করেছে। যা, বর্তমানে চলমান।
ভুক্তভুগি আকরাম হোসেন মাইনুল সেই বিষযটি তুলে ধরে ন্যায় বিচার আকাঙ্খায় গণমাধ্যমে প্রচারের জন্য দৈনিক যুগের আলো, সাপ্তাহিক বজ্রকথা, আলোর সংবাদ, আমার সংবাদ রংপুর পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকারের শ্মরনাপন্ন হন। কিন্তু তিনি টাকা গ্রহনের পর একটি অনলাইন ও নিজ আইডি হতে ফেসবুকে খবর পরিবেশন করা ছাড়া আর কোন মিডিয়ায় তুলে ধরেন নাই অভিযোগ করেন। এক পর্যায়ে দুরভিসন্ধিমূলক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখান। তিনি আরও বলেন, প্রতিপক্ষের কাছে অনৈতিকভাবে প্রভাবিত হয়ে আমার কাছ থেকে খবর পরিবেশনের নামে নেওয়া টাকা আত্তস্বাত করেন। এ কারনে আমার বিরুদ্ধে নানারকম মিথ্যা সংবাদ পরিবেশন করিবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে আরও মোটা অঙ্কের টাকা দাবি করিলে এবং আমি তা দিতে অস্বীকৃতি জানালে তিনি একরকম চাঁদাবাঁজদের ন্যায় পরিতি সৃষ্টি করেন। এ ব্যাপারে রংপুর মেট্রো কোতয়ালী থানায় জিডি করি
(জিডিনং-৬৯৯)তাং-০৯/০৮/২০২২ইং।
ভুক্তভুগি মাইনুল তার সাবেক স্ত্রীর ফাঁদ হতে বাঁচতে এবং উক্ত করিমের কাছে সহযোগিতা চাইতে গিয়ে আজ তিনি চরমভাবে ক্ষতিগ্রস্থ ও নিরাপত্তাহীনতায় পড়েছেন।
সাবেক স্ত্রী-সাবিনা ইয়াসমিন মিতু ও আব্দুল করিম সরকারের অন্যায় কবল হইতে রক্ষায় উপাত সাংবাদিকদের কাছে স্ব স্ব মিডিয়ায় সমুদয় ঘটনা তুলে ধরার মাধ্যমে ন্যায় বিচার সহযোগিতা চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্পাদক শাহরিয়ার রাজ, শাফিউল ইসলাম, আপেল মাহমুদ, শিমুল ইসলাম, রাসেল ইসলাম, জীবন মিয়াসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ