এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি: ক্ষমতা হস্তান্তর না করে গুরুত্বপূর্ন নথিপত্র
সরিয়ে ফেলার প্রতিবাদে ঝালকাঠির সাময়িক বরখাস্ত হওয়া এক ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ হয়েছে। বুধবার সকালে ৭ নং
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের ১১ জন সাধারণ সদস্য এ সংবাদ সম্মেলন
করেন।
এতে লিখিত বক্তব্যে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান অভিযোগ করে বলেন,
সরকারি অর্থ আত্মসাৎ ও নানা দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় এ
ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার খানকে গত ১৬ জুন স্থানীয় সরকার
মন্ত্রনালয়াদেশে সাময়িক ভাবে বরখাস্ত হন। কিন্তু এরপর চেয়ারম্যান আবুল
বাশার খান পরিষদের রেজুলেশন, ক্যাশবই, ব্যাংকের চেকবইসহ দাপ্তরিক
কাগজপত্র নিজের বাড়িতে নিয়ে যান।এবং নিজের চেয়ারম্যান কক্ষে তালা
দিয়ে আটকে রাখেন। স্থানীয় সরকার আইন মোতাবেক দাপ্তরিক কাগজপত্র
প্যানেল চেয়ারম্যানকে বুঝিয়ে না দেয়ায় ইউনিয়ন পরিষদের কাজকর্ম অচল
হয়ে পড়েছে। আর এতে প্রায় দুই মাস ধরে বিপাকে পড়েছে ইউনিয়নের
নাগরিকরা।