January 13, 2025, 4:34 am

সংবাদ শিরোনাম

হিলিতে সরকারি কাগজপত্র জাল তৈরির অপরাধে দোকান মালিকসহ কর্মচারীকে এক মাসের জেল

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- মোকছেদুল মমিন মোয়াজ্জেম

দিনাজপুরের হিলিতে জাল ভোটার আইডি কার্ড ও পিএসসি’র সার্টিফিকেট সহ সরকারি বিভিন্ন কাগজপত্র তৈরির অপরাধে মা ফটোস্ট্যাট কম্পিউটার পেপার হাউজের মালিক গোলাম মোস্তফা কামাল সহ কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম।
বুধবার (১০ আগস্ট) দুপুরে হিলি বাজারে মা ফটোস্ট্যাট কম্পিউটার পেপার হাউজে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, হিলি বাজারের মা পেপার হাউজটি দীর্ঘদিন যাবৎ জাল ভোটার আইডি কার্ড ও পিএসসি সার্টিফিকেট  সহ সরকারি বিভিন্ন কাগজপত্র তৈরি করে আসছে। এর আগেও তাকে কয়েক বার সতর্ক করা হয়েছিলো। পুনরায় আজকে তার দোকানে সকল জাল কাগজপত্র ও কম্পিউটার সহ দোকান মালিক হিলি পাইলট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল ও তার কর্মচারীকে আটক করি। পরে সরকারি কাগজপত্র জাল তৈরির অপরাধে তাদের একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর