গাজীপুরে বাল্য বিবাহের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয় মোঃ মহসিন মোল্লা (৪৭) নামে একজন সাংবাদিক। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত আছেন। গত ০৮ আগষ্ট সোমবার সন্ধায় আনুমানিক ৮ (আট) ঘটিকায় কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহসিন সাংবাদিকদের বলেন, বাল্য বিবাহের তথ্য সংগ্রহ করতে গেলে পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে মোঃলিয়াকত আলী অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরই প্রতিবাদ করায় লিয়াকত আলীর নেতৃত্বে মোঃনাবির হোসেন,মোঃআফজাল মুন্সি,জসিম মুন্সি, মিরাজ মুন্সি,জাকির হোসেন,আব্দুল হাই,আলমাছ মুন্সি,আবুল কালাম,আঃরাজ্জাক শেখ সহ অজ্ঞাত আরও ৮/১০ জন ব্যাক্তি মহসিন ও সহকর্মী সাহাজদ্দিন সরকারকে এলোপাতাড়ি মারধোর করে। এসময় মহসিন মোল্লার পত্রিকার আইডি কার্ড ও ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সহায়তায় মহসিনকে উদ্ধার করে কালিয়াকৈর থানা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবিষয়ে সাংবাদিক মহসিন বাদি হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।