January 13, 2025, 4:14 am

সংবাদ শিরোনাম

মাদারীপুর কালকিনিতে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার।

কায়কোবাদ শামীম মাদারীপুর থেকে
মাদারীপুরের কালকিনিতে একটি খালের মধ্যে থেকে ৩০ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে পুলিশ।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাই সরদারের নিজ বাড়ির ৩০০ গজ পূর্ব-দক্ষিণে খালের মধ্যে একটি অজ্ঞাত যুবকের গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সোমবার সন্ধ্যায় কালকিনি থানা পুলিশ খবর পেয়ে খাশের তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ওই অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাত হোসেন জানান, অজ্ঞাত লাশের শরীরের মাংস ও পেটের নাড়ি-ভুঁড়ি পচে গেছে। মুখের চামড়া খসে গেছে। তবে অনুমান করা হচ্ছে যে প্রায় ২০-২৫ দিন পূর্বে মৃত্যু হয়েছে অজ্ঞাত যুবকের।
তবে নিহত ব্যক্তির এখন পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর