আবু সাঈদ মামুন প্রাইভেট ডিটেকটিভ ফুলগাজী প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ফেনী পলিটেনিক ইনিস্টিটিউট এর সামনেছাগলনাইয়া গামী একটি সাদা রংয়ের কাভার্ডভ্যান থামায়।
এসময় বিভিন্ন ব্রান্ডের ৫১৫টি ভারতীয় শাড়ী ২৭০টি লেহেঙ্গা জব্দ করা হয়। এসময় চোরাচালানের সঙ্গে জড়িতছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন অভি(৩৫),মোঃ নুরুল আলম তুষার চৌধুরী ,শাহাদাৎ হোসেন(১৮) ও আব্দুল হালিম(২৮)কে আটক করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে জব্দকৃত অবৈধ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা ফেনী সীমান্তবর্তী এলাকারপলাতক আসামী মোঃ জাহাঙ্গীর আলম(৪০), মুন্না(৩৫), নিকট হইতে নিয়া আসিতেছে। উদ্ধারকৃত অবৈধভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আসামীগণ ও পলাতক আসামী পরস্পর যোগসাজশে সীমান্ত দিয়ে অবৈধভাবে শুল্ক/করফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এনে ফেনী শহর ও চট্টগ্রাম শহরের বিভিন্ন দোকানে বিক্রয় করে আসছে।