January 12, 2025, 9:29 pm

সংবাদ শিরোনাম

দিনাজপুরের চিরিরবন্দরে প্রেমিকের সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু।

আমজাদ হোসেন,পার্বতীপুর প্রতিনিধি ;
দিনাজপুরের চিরিরবন্দরে প্রেমিকার সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার(৭ আগস্ট)/ ২২ ইং আনুমানিক বিকাল ৪ টায় চিরিরবন্দর উপজেলার কাঁকড়া রেলওয়েব্রীজ এর পূর্বে দিকে মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
পুলিশ সুত্রে জানাযায়, মোঃ মোস্তাকিম হোসেন পেশায় (রাজমিস্ত্র) চিরিরবন্দর উপজেলাধীন আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের নয়াপাড়ার বাবুল হোসেন বাবুর ছেলে।
মোঃ মোস্তাকীম হোসেন (২০) দুঃর্ঘটনার পূর্বে প্রেমিকাকে ফোন করে রেলওয়ে ব্রীজের ধারে বেড়ানোর কথা বলে নিয়ে আসে গল্প করার এক পর্যায়ে প্রেমিকাকে দাঁড় করে রেখে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয় । ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সংবাদ পেয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে সুরতহাল করে পরিবারের হাতে সর্তসাপেক্ষে  ময়নাতদন্তে ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে এবং মেয়েটিকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। এস আই রায়হান জানান এ বেপারে দিনাজপুর জিআরপি থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর