January 12, 2025, 7:53 pm

সংবাদ শিরোনাম

পার্বতীপুর পৌরসভায় ৮টি গভীর নলকূপ বসানো সত্ত্বেও পার্বতীপুর পৌরবাসী ২৭ বছর ধরে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত।

আমজাদ হোসেস,পার্বতীপুর।
পার্বতীপুর পৌরসভার বিশেষ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের কাজ ২৭ বছর হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার মধ্যে সৃষ্ট বিরোধের কারণে পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধা হতে বঞ্চিত। ১৯৯৩ বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করে ১৯৯৬ সালে প্রকল্পের বাস্তবায়নে কাজ শেষ হয় । ইতিপূর্বে পৌরসভার পুরাতন বাজার,আমীরগঞ্জ, গুলশাননগর, ধুপিপাড়া, পুরাতন বাস টার্মিনাল এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৫ টি গভীর নলকূপ বসানো ছাড়াও নতুনভাবে আরও উপজেলা পরিষদ, আমেরিকা ক্যাম্প,বৃত্তিপাড়া এলাকা ৩ টিসহ নলকূপের সংখ্যা ৮টি স্হাপন করা হয়েছে।

জনস্বাস্থ্য অধিদপ্তর ও পৌরসভার সৃষ্ট বিরোধের কারণে পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো : নাজিম উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করলে জানান , পৌরসভাকে লিখিতভাবে বার বার তাগিদ দেয়া সত্ত্বেও পৌর মেয়র এ পর্যন্ত দায়িত্ব বুঝে নিচ্ছে না। ফলে দীর্ঘ ২৭ বছর ধরে প্রকল্পটি চালুর অপেক্ষায় থেকে এর বিভিন্ন অবকাঠামো ও মাটির নিচে যন্ত্রপাতি নষ্ট হতে শুরু করেছে । অপরদিকে সাবেক পৌর মেয়র এ , জেড এম মেনহাজুলের সঙ্গে যোগাযোগ করলে জানান , জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সঠিকভাবে পৌরসভার কাছে হস্তান্তর করলে তা বুঝিয়া নেয়া হত। বর্তমান পৌর প্রশাসক উপজেল নির্বাহী অফিসার মো : ইসমাইল সাহেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আমি নতুনভাবে পৌর প্রশাসকের দায়িত্ব পেয়েছি তবে এ বিষয়ে আমি খতিয়ে দেখব । বর্তমানে দুই দপ্তরের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে ৭০ হাজার পৌরবাসী বিশুদ্ধ পানির সুবিধা হতে বঞ্চিত হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর