January 12, 2025, 7:09 pm

সংবাদ শিরোনাম

বগুড়ার নন্দীগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

শামীম হোসাইন, জেলা প্রতিনিধি, বগুড়া :
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের রাতভর অভিযানে ৫০ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাথর বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ।
 বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে নন্দীগ্রাম থানা পুলিশ বগুড়া-নাটোর মহাসড়কের উপর অস্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন করে বগুড়া দিক হইতে আসা যানবাহন তল্লাশী কালে ভোর সোয়া ৫ টায় বগুড়ার দিক হইতে আসা ঢাকা মেট্রো-ট-২৫-২৯১৯ ট্রাকটি চেকপোস্ট এর সামনে সিগন্যাল দিয়া ট্রাকটি থামাইয়া ট্রাকের ড্রাইভার ও হেলপার দ্বয়কে ট্রাক হইতে নামাইয়া সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য গাঁজার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামী পাবনার ঈশ্বরদী থানার মীরকামারী মাথালপাড়ার ইব্রাহিমের পুত্র তুহিন আলম (২৫) ও দাশুরিয়া খয়েরবাড়ি মৃত হাতেম আলীর ছেলে মোঃ হাসিবুল ওরফে জাহাবুল(২৩) এর দেখানোমতে ট্রাকের কেবিনের ছাদের উপরে বিশেষভাবে তৈরী ৬(ছয়) ফুট দৈর্ঘ্য, ০২(দুই) ফুট প্রস্থ্য ও ০১(এক) ফুট উচ্চতার লোহার তৈরী বক্সে ভিতর নীল ও হলুদ রংয়ের প্লাষ্টিকের ত্রিপল দ্বারা ঢাকা  ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদ্বয় জানায়, পলাতক আসামী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামের ফারুক হোসেন এর নিকট হইতে ক্রয় করিয়া পাবনা জেলায় বিক্রয় করার জন্য  নিয়ে যাচ্ছিল। পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত পাথর বোঝাই ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাক, দুটি মোবাইল ফোন ও নগদ ৭২১/-(সাতশত একুশ) টাকা আসামীদের নিকট থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর