January 12, 2025, 6:50 pm

সংবাদ শিরোনাম

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল(রমেক) এর ভিতর সাংবাদিক লাঞ্ছিত।

 রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক) এ ৩০জুলাই (শনিবার) দুপুরে, নার্সদের অফিস রুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ সার্বিক বিষয়ে তথ্য ও নিউজ সংগ্রহ করতে গেলে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা “কালের কন্ঠের” সাংবাদিক, আদর রহমানকে শারীরিক ভাবে নির্যাতনসহ লাঞ্ছিত করেছেন। এ সময় তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে সকল ছবি ডিলেট করে দেয়া হয়েছে।

এ ঘটনায় রমেক হাসপাতালের নবাগত পরিচালক ডা শরিফুল হাসান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, আমি বিষয়টি জানিনা, ঢাকায় আছি, আমি গিয়ে যারা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পেশাগত দায়িত্ব পালনের সময় কালের কণ্ঠের সাংবাদিক আদর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় শাখার পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,
বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক  এনামুল হক স্বাধীন।
Share Button

     এ জাতীয় আরো খবর