শামসুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে মুসলিমা খাতুন (১৩) নামে এক কিশোরির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) সকালে উপজেলার নগর ইউনিয়নের মনপিড়িত গ্রামে নিজ শয়ন ঘর থেকে তার উদ্ধার করা হয়। মুসলিমা ওই গ্রামের মুসাব আলীর মেয়ে।
বড়াইগ্রাম থানার এসআই মনিরুজ্জামান জানান, মুসলিমা বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে সে ঘুম থেকে না উঠলে ডাকাডাকি করেও সারা পায় না। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায় ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, এ ঘটনায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কোন কারন জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে কারন জানা যাবে।