December 23, 2024, 2:13 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

সিন্ডিকেট হঠিয়ে মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় এক লাখ টাকায় করার আহবান: ভিপি নুর

নিউজ ডেস্ক:
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সিন্ডিকেট হঠিয়ে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯০০ টাকায় মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশী বেকারদের কাজের সুযোগ করে দিতে হবে। অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। মালয়েশিয়াগামী প্রবাসীদের সংকটের সমাধান না করা হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা ব‌লেন। সিন্ডিকেট হটাও প্রবাসীদের বাঁচাও স্লোগানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মানববন্ধনটির আয়োজন করে।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব বলেন, ঋণের ভারে জর্জরিত করে সরকার দেশকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে। তাই জনগণকে বলছি, সময় নেই। এদের যত সময় দেবেন, দেশ তত খাদের কিনারায় যাবে। কাজেই সময় থাকতে সংঘটিত হন, গণ-আন্দোলন গড়ে তুলুন।

নূর ব‌লেন, তিন লাখ ৪০ হাজার কোটি টাকার ঋণের কিস্তি ২০২৪ সাল থেকে বাংলাদেশকে দিতে হবে। এই ঋণগুলো করেছে মাফিয়ারা।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন, আমরা আইএমএফের কাছ থেকে ঋণ নেব না। এ ঘোষণার চার দিনের মাথায়ই আমরা দেখলাম, আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ চেয়েছে সরকার। অর্থমন্ত্রী আগে যে কথা বলেছেন, চার দিন পরই তাদের কথা ও কাজের মিল নেই

জ্বালানি তেল প্রসঙ্গে নূর ব‌লেন, জ্বালানি তেলে তিন-ছয় মাস চললে সেটা ভালো। কিন্তু আমরা দেখছি তাদের কথায় ও কাজে কোন মিল নেই। কিছুদিন আগে শতভাগ বিদ্যুতায়নের অনুষ্ঠান করেছে। কোথায় গেলে এসব চাপাবাজি-ভেলকিবাজি।

তি‌নি ব‌লেন, শহরে একটু কম লোডশেডিং হচ্ছে। কিন্তু গ্রামে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ২৬০০ মেগাওয়াট আপনাদের সক্ষমতা আছে। কিন্তু চাহিদার ১৫০০ মেগাওয়াটই কেন দিতে পারছেন না। আপনাদের লুটপাট এবং ধোঁকাবাজির উন্নয়ন এখন জনগণের দুর্ভোগে পরিণত হয়েছে।

সরকার প্রধানের সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভি‌পি ব‌লেন, প্রধানমন্ত্রী শুধু হিংসাত্মক কথা বলেন। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকলেও তিনি বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এ ধরণের মিথ্যাচার পুরো জাতিকে হতভম্ব করে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান, মালেক ফরায়েজি, যুগ্ম সদস্য সচিব তারেক রহমানসহ বাংলাদেশ প্রবাসী, ছাত্র,যুব,শ্রমিক অধিকার পরিষদসহ অন্যান্য নেতৃবৃন্দ ।মো.

মাহমুদুল হাসান, সাব ইডিটর

Share Button

     এ জাতীয় আরো খবর