-
- জেলা সংবাদ
- ফুলবাড়ী পশু হাসপাতালে ভুল চিকিৎসায় গরুর মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় July, 28, 2022, 5:35 pm
- 105 বার পড়া হয়েছে
মোঃ মোরসালিন ইসলাম
দিনাজপুর ফুলবাড়ী প্রানি সম্পাদ ও ভেটেরিনারী হাসপালের সার্জেন নিয়ামত আলীর ভূল চিকিৎসার বিদেশী হোলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের একটি গরু মৃত্যু হয়েছে।
গরুর মালিক ফুলবাড়ী উপজেলার দক্ষিণকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের পুত্র মোঃ সামিউল ইসলাম জানান,আমার বিদেশী হোলিস্ট্যান ফ্রিজিয়াম গরুকে গত এক মাস আগে ফুলবাড়ী প্রানি সম্পাদ ও ভেটেরিনারী হাসপাতালের সার্জেন ডাক্তার নিয়ামত আলী অপারেশন করেন গত বুধবার সকাল ১০ টায় আমি গরুটিকে ড্রেসিং করার জন্য হাসপাতালে নিয়ে আসি। এসময় ভেটেনারি সার্জন ডাক্তার নিয়ামত আলী আমার সাথে খারাপ আচরণ করে বিভিন্ন অজুহাতে কালপেণ করে। অবশেষে পাশের দোকান থেকে একটি ইনজেকশন আনতে বলেন ইনজেকশনের পোস্ট করার় পর গরুটি বিকালে তিনটায় মারা যায়়।
এবিষয়ে প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, ভেটেনারী সার্জেন মোঃ নিয়ামত আলী গত ১ মাস আগে গরুটির হারনিয়া অপারেশন করেন। গতকাল গরুটিকে ড্রেসিং করতে হাসপাতালে নিয়ে আসলে সেখানে পুণঃরায় হারনিয়া দেখতে পাওয়া যায়। সেই হারনিয়া অপারেশনের জন্য ঘুমের ইনজেকশন দেওয়া হলে অপ্রত্যাশিত ভাকে কিছুক্ষন পর গরুটি মারা যায়। আসলে গরুটি চিৎকিৎসাধিন অবস্থায় মারা গেছে।
ঐদিন গরুর মালিক সামিল ইসলাম ভেটেনারী চিকিৎসক ডাক্তার নিয়ামত আলীর বিরুদ্ধে ভুল চিকিৎস প্রদান ও আচরন খারপ করার অপরাধ এনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বরারবর একটি অভিযোগপত্র দাখিল করেন।
এ জাতীয় আরো খবর