যুবসমাজকে ধ্বংস করছে একদল মুখোশের আড়ালে থাকা কিছু মাদক ব্যবসায়ী। বিভিন্ন কৌশল অবলম্বন করে এদেশের যুবসমাজকে ধ্বংস করে দেয়। আর তেমনি ভাবে, ভোলার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে কঠিন পরিশ্রমের মাধ্যমে প্রতিদিনই, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে, তাদের জালে ধরা পরছে মাদক কারবারিরা।
অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানা,ভোলার সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানাধীন ছাচড়া ইউনিয়ন হইতে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
২৪-০৭-২০২২ তারিখ রাত্র ২৩.৫৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ ফখরুল হাসান লিখন, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ আবু সাইদ বাবুল, এএসআই(নিঃ)/মোঃ হেমায়েত উদ্দিন হিমু সহ সঙ্গীয় ফোর্স সর্ব কর্মস্থল বোরহানউদ্দিন থানা, ভোলাদের সহায়তায় বোরহানউদ্দিন থানাধীন সাচড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রামকেশব সাকিনে জান খার দীঘির পূর্ব দক্ষিন পাড়ে কাচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ জিহাদ তালুকদার (২২), ২। মোঃ রাকিব গোলা (২১), উভয় সাং-রামকেশব ০৫নং ওয়ার্ড, সাচড়া ইউনিয়ন, ৩। মোঃ মনির মোল্লা (৩০), সাং-দেউলা ০২নং ওয়ার্ড, সর্ব থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদের দখল হইতে উদ্ধারকৃত (২০০+২০০+১০০) = ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য কথিত গাঁজা সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু করা হইয়েছে।