January 16, 2025, 4:39 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪৫ লাখ রুপি থানায় জমা দিলেন পুলিশ সদস্য!

অনলাইন ডেস্কঃ

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের এক ট্রাফিক কনস্টেবল রাস্তায় ৪৫ লাখ রুপি পেয়েছেন। সততার অনন্য উদাহরণ সৃষ্টি করে তিনি সেই অর্থ স্থানীয় থানায় জমা দিয়েছেন। খবর এনডিটিভি

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার (২৩ জুলাই) নিলাম্বর সিনহা নামের ট্রাফিক কনস্টেবল রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪৫ লাখ রুপি থানায় জমা দিয়ে সততার উদাহরণ সৃষ্টি করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুখনন্দন রাঠোর জানিয়েছেন, ট্রাফিক কনস্টেবল নীলাম্বর সিনহা বর্তমানে নাভা রায়পুরের কেয়াবান্ধা পোস্টের সঙ্গে সংযুক্ত। তিনি সকালে থানা সীমানার কাছাকাছি একটি রাস্তায় একটি ব্যাগ খুঁজে পান।

তিনি আরও জানান, ব্যাগটি চেক করার পর ভেতরে ২০০০ এবং ৫০০ রুপির নোট গুনে ৪৫ লাখ রুপি অর্থ পাওয়ার পর সিনহা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং সিভিল লাইনস থানায় জমা দেন।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিনহাকে সততার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে।

সিভিল লাইনস থানার এক কর্মকর্তা জানান, ওই অর্থের প্রকৃত মালিককে খুঁজে পেতে কাজ শুরু করেছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর