অনলাইন ডেস্কঃ
স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবার (২৩ জুলাই) নিলাম্বর সিনহা নামের ট্রাফিক কনস্টেবল রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪৫ লাখ রুপি থানায় জমা দিয়ে সততার উদাহরণ সৃষ্টি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুখনন্দন রাঠোর জানিয়েছেন, ট্রাফিক কনস্টেবল নীলাম্বর সিনহা বর্তমানে নাভা রায়পুরের কেয়াবান্ধা পোস্টের সঙ্গে সংযুক্ত। তিনি সকালে থানা সীমানার কাছাকাছি একটি রাস্তায় একটি ব্যাগ খুঁজে পান।
তিনি আরও জানান, ব্যাগটি চেক করার পর ভেতরে ২০০০ এবং ৫০০ রুপির নোট গুনে ৪৫ লাখ রুপি অর্থ পাওয়ার পর সিনহা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং সিভিল লাইনস থানায় জমা দেন।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিনহাকে সততার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে।
সিভিল লাইনস থানার এক কর্মকর্তা জানান, ওই অর্থের প্রকৃত মালিককে খুঁজে পেতে কাজ শুরু করেছে পুলিশ।