January 12, 2025, 7:48 am

পীরগঞ্জে শিশু আবির হত্যা ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে মাদকাসক্ত যুবক কর্তৃক শিশু আবির হোসেন (৬)কে গলা কেটে হত্যাকারী আনারুল ইসলাম বিটুলের ফাঁসির দাবি ও কুমেদপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর বাজারে প্রায় আড়াই সহস্রাধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার নারী পুরুষ দুপুরের তাপদাহ রোদ উপেক্ষা করে ওই মানববন্ধনে অংশগ্রহন করেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মানববন্ধনকারীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষনা করে বলেন, হত্যাকারীকে রিমান্ডে এনে ৭২ ঘন্টার মধ্যে বাকী সহযোগীদের আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন এবং দ্রুতই কুমেদপুর ইউনিয়নকে প্রশাসনের সহযোগীতায় মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন। এতে আরো রাখেন- পীরগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, এতে বক্তব্য রাখেন- ব্যবসায়ী সাগর আহম্মদ, অধ্যক্ষ আবেদুল ইসলাম, প্রধান শিক্ষক- রেজাউল হক, প্রভাষক- মিন্টু আজাদ প্রমূখ। উল্লেখ্য, সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর বাজার সংলগ্ন গ্রাম পুলিশ সবুজ মিয়ার শিশুপুত্র আবির হোসেন (৬) ও প্রতিবেশী বাটুল মিয়ার পুত্র বাবলু (৭) বাড়ি সংলগ্ন খেলা করছিল। আকর্ষিক মাদকাসক্ত বিটুল প্রথমে আবিরের মাথার চুল ধরে ব্লেড দিয়ে উপর্যুপরি গলা কাটতে থাকে। পরে বাবলুকে পাসুন দিয়ে গলা কাটতে থাকে। এক পর্যায়ে শিশুদের আত্মচিৎকারে আশপাশের লোকজন গুরুতর রক্তাক্ত অবস্থায় দু’শিশুকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশু আবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই সে মারা যায়। মাদকাসক্ত আনারুল ইসলাম বিটুল পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রাঙ্গাপুকুর গ্রামের বাটুল মিয়ার পুত্র। সে দীর্ঘদিন ধরে রসুলপুর নানি জহিরন নেছার বাড়িতে থাকতো। মোঃমোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর।
Share Button

     এ জাতীয় আরো খবর