January 12, 2025, 7:38 am

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা পৰতিনিধি

“নিরাপদ মাছের ভরবো দেশ, বঙ্গবন্ধু”র বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। ২৩ জুলাই শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ এর সভাপতিত্বে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত্য সভায় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যত্রুম তুলে ধরেন সিনিয়র মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম পাভেল। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অভিমান্য চন্দ্র, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ- সভাপতি শহিদুল ইসলাম, সহ- সভাপতি সরদার মজিবুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ হাদিউজ্জামান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহের কর্মসূচীর আলোকে সফল মৎস্যচাষী/ উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ,বাজার মনিটরিং,পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরন এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। ২৩-২৯ জুলাই -২০২২ পর্যন্ত এসব কর্মসূচী চলবে।

Share Button

     এ জাতীয় আরো খবর