January 12, 2025, 8:11 am

ভোলায় পুলিশের অভিযানে ৫০০শত পিস ইয়াবাসহ আটক ০১

রাকিব হোসেন, ভোলাঃ
যুবসমাজকে ধ্বংস করছে একদল মুখোশের আড়ালে থাকা কিছু মাদক ব্যবসায়ী। বিভিন্ন কৌশল অবলম্বন করে এদেশের যুবসমাজকে ধ্বংস করে দেয়। আর তেমনিভাবে, ভোলার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে কঠিন পরিশ্রমের মাধ্যমে প্রতিদিনই, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে, তাদের জালে ধরা পরছে মাদক কারবারিরা।
তেমনিভাবে ২০ শে জুলাই,
অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পৌরসভার  যোগীরঘোল এলাকা হইতে এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা সদর মডেল থানার একটি চৌকস পুলিশ টিম।

অদ্য ২০/০৭/২০২২ তারিখ ১৩.০৫ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) গোপাল কুন্ডু ,সঙ্গীয় এসআই(নিঃ) ফিরোজ আল মামুন, এসআই(নিঃ) জি.এম শাহাবুল, এএসআই(নিঃ) মোঃ আশ্রাফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ তাওহীদ হোসেন বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন ভোলা  পৌরসভাস্থ যোগীরঘোল মোড়ে মনিহার হোটেল এর মধ্যে হইতে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবাসহ মোঃ আরিফ @ রুবেল (৩০) সাং-পশ্চিম কাহারগোনা, ০৭ নং সরল ইউনিয়ন, থানাঃ বাশখালী, জেলাঃ চট্টগ্রাম নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।।

Share Button

     এ জাতীয় আরো খবর