অদ্য ২০/০৭/২০২২ তারিখ ১৩.০৫ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) গোপাল কুন্ডু ,সঙ্গীয় এসআই(নিঃ) ফিরোজ আল মামুন, এসআই(নিঃ) জি.এম শাহাবুল, এএসআই(নিঃ) মোঃ আশ্রাফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ তাওহীদ হোসেন বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভাস্থ যোগীরঘোল মোড়ে মনিহার হোটেল এর মধ্যে হইতে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবাসহ মোঃ আরিফ @ রুবেল (৩০) সাং-পশ্চিম কাহারগোনা, ০৭ নং সরল ইউনিয়ন, থানাঃ বাশখালী, জেলাঃ চট্টগ্রাম নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।।