January 12, 2025, 8:00 am

ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে একজনের মৃত্যু

ফয়ছল আহমেদ ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাটিতে পড়ে থাকা (ওয়াবদা) বিদ্যুৎ লাইনে জড়িয়ে সেলিম আহমেদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র।
বৃহষ্পতিবার (২১ জুলাই) সকালে সুহিতপুর গ্রামের পাশে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন একটি খালে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাযায়: সকাল ৮টার সময় জাকি জাল দিয়ে মাছ মারতে পানিতে জাল ফেলার পর বিদ্যুৎ লাইন পানিতে থাকায় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।
গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে আছেন। সুরতহাল রিপোর্ট জন্য সুনামগঞ্জ পাটানো হয়েছে।
Attachments area
Share Button

     এ জাতীয় আরো খবর