রিয়ন ইসলাম,গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাহারিয়া রহমান শিহাব (১৫) নামের এক শিশু হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ জুলাই বুধবারদুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এসময় পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, টাকা আদায়ের উদ্দেশ্যে শিহাবকে অপহরণ করা হয়। তবে শিহাবের অভিভাবকের কাছে টাকা দাবী করবার আগেই পরিস্থিতিতে পড়ে শিহাবকে হত্যা করে সুন্দরগঞ্জের তিস্তা নদীতে ফেলে দেয়া হয়। প্রযুক্তির সাহায্যে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে মঙ্গলবার (১৯ জুলাই) রাতে ঘটনার সাথে জড়িত দশম শ্রেণির ছাত্র রাজ্জাক, জিন্নাহ ও বাদশাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলায়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে প্রেস কনফারেন্সে অপহরণ ও হত্যার ঘটনার বর্ননা দেন পুলিশ সুপার।
গত ১৪ জুলাই রাতে নিখোঁজ হন সুন্দরগঞ্জের পুর্ব বেলকার আনিছুর রহমানের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র শাহরিয়ার রহমান শিহাব। ছেলের সন্ধান চেয়ে সুন্দেরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন আনিছুর। ১৫ জুলাই বিকেলে তিস্তা নদীর লাল চামার খেয়া ঘাটে শিহাবের মরদেহ পাওয়া যায়।