নওগাঁর আত্রাইয়ে নিজ শয়ন কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের সাইফুল সরদারের বাসা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, উপজেলার সুদরানা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুর (১৯)।
আত্রাই থানা ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের আসকরের মৃতা মেয়ে লিমা খাতুন এর নওগাঁ জেলার আত্রাই উপজেলার সুদরানা গ্রামের সাইফুল আলী সরদারের ছেলে মৃত মাসুম আলী সরদার এর বিয়ে হয়। তারা বিয়ের আগে মামাতো-ফুপাতো ভাই-বোন ছিলো এবং বিয়ের পর থেকে তাদের নতুন জীবন ভালোই যাচ্ছিল বলে জানা গেছে । মঙ্গলবার সন্ধায় মাসুম ও লিমার বাহিরে বেড়াতে যাবার কথা ছিলো। লিমা বাড়ীতে সেজেগুজে থাকলেও মাসুম বাহির হতে রাত্রি আনুমানিক নয়টার দিকে বাড়ীতে ফিরে। দেরি করে বাড়ীতে এলে মাসুম ও লিমার মধ্যে মনোমালিন্য হয়। কিছু পর তারা একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরলে মাসুমের বাড়ীর লোকজন ঘুমিয়ে পরে। সকাল সাতটা পার হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় মাসুমের পরিবারের লোকজন ডাকাডাকি করতে থাকে। এতে তাদের সাড়া না পাওয়ায় মোবাইলে কল দিলে কল বাজতে থাকলেও কেহ মোবাইল ধরেনা। পরে বাড়ীর লোকজন জানালা দিয়ে উঁকি দিলে মাসুম ও লিমাকে তীরের সাথে ঝুলতে দেখতে পায়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাসুম ও তার স্ত্রী লিমা খাতুন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। বুধবার অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গিয়ে স্বামী-স্ত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সাথে সাথে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে এবং প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিকাশ চন্দ্র প্রাং/পি ডি