আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামের শয়ন ঘর
থেকে আলেমা বেগম (১৬) নামে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর
রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আলেমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট
প্রস্তুত করেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফুল মিয়া স্থানীয়দের বরাদ দিয়ে জানান, উক্ত
গ্রামের আবু সোবহানের মেয়ে আলেমা বেগম দীর্ঘদিন ধরে মানুসিক রোগে
ভুগছিল। সে স্থানীয় সীচা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বিকেলে তার শয়ন ঘরের ধর্ণার
সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি জেনেছেন। এসআই মিজানুর
রহমান জানান, আলেমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা
হয়েছে।
থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে
জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।