-
- অপরাধ, জেলা সংবাদ, সারাদেশে
- ট্রেনের টিকেট কালোবাজারি করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রিরর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় July, 18, 2022, 12:57 pm
- 118 বার পড়া হয়েছে
হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে
ট্রেনের টিকেট কালোবাজারি করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির অপরাধে বিরামপুর পাইলট স্কুলের মার্কেটে সুমন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাটের দোকানকর্মীকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। পরে তিনি অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন।
জানাযায় সুমন ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী সুমন দীর্ঘদিন থেকে এই টিকিট কালো বাজারির সঙ্গে জড়িত। ট্রেনের টিকিট সমস্ত উধাও, কিন্তু তার নিকট পাওয়া যায়। অনেকের ধারণা এর সঙ্গে কর্মচারী কর্মকর্তারাও জড়িত। টিকিট ছাড়া র সঙ্গে সঙ্গেই ৫ মিনিটেই সমস্ত টিকিট উধাও।
এরপর স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে টিকেট জালিয়াতির বিষয়ে অধিকতর সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসাথে ঢাকাগামী সকল বাস কাউন্টারে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে টিকেট বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করেন । এর ব্যত্যয় হলে আইনের আওতায় আনা হবে মর্মেও জানানো হয়। শেষে নির্বাহী অফিসার বিরামপুর বাসীর কাছে সহযোগিতা কামনা করেন।এই অভিযান পরিচালনার জন্য বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার কে বিরামপুর বাসি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ জাতীয় আরো খবর