January 12, 2025, 1:46 am

টাঙ্গাইলে বিপুল পরিমান ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

শামীম আল মামুন তুহিন||  টাঙ্গাইলে ৫ হাজার ২’শ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
জেলা গোয়েন্দা শাখা (দক্ষিন) ডিবি পুলিশ। শনিবার(১৬ জুলাই) দিবাগত রাতে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের এক টেইলার্সের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলম।
রোববার (১৭ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিন) ডিবি পুলিশ টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে
টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর দিক নির্দেশনায় এসআই মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ একটি আভিযানিক চৌকস দল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লাস্থ ভারাকৃত টেইলার্স দোকানের ভিতরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে কালিহাতী উপজেলার কদিম হামজানি গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলম (৪০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। সে দীর্ঘদিন যাবত টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন উপজেলায় ইয়াবা পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (গ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর