রাহুল পারভেজ, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে ১২কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া “খ” সার্কেলের চৌকষ সদস্যরা।
বুধবার (২৯ জুন) সকালে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর গ্রামের আতাউর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৩) এবং একই থানার শেখ টোলা গ্রামের ইনসান আলীর ছেলে মনিরুল ইসলাম (২৮)।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেল উপ-পরিদর্শক শামীমা আকতার বলেন, বগুড়া হতে নওগাঁগামী একটি বি আর সুপার পরিবহনে গাঁজা বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের হবির মোড় বি আর টি সি বাস কাউন্টারের সামনে ওই বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় শহিদুলের দুই পায়ের মাঝখানে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া মনিরুল ইসলামের হাত দিয়ে ধরে রাখা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৬কেজি সর্বমোট ১২কেজি গাঁজা উদ্ধার করা হয়। যেগুলো পাঁচটি পলিথিনের প্যাকেটে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় মোড়ানো ছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।