January 11, 2025, 11:49 pm

সংবাদ শিরোনাম
মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আনন্দ টিভির উপজেলা প্রতিনিধির সহকর্মীর হামলাকারী চপল গ্রেফতার।

শাকির হায়দার প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে নকল প্রসাধনী উৎপাদন কারখানায় সংবাদ সংগ্রহের সময় আনন্দ টিভির গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধির সহকর্মী আরাফাত হোসেন এর হামলাকারী আহসান হাবীব চপল কে আটক করেছে পুলিশ।
গত রাত ১২টার দিকে মহিমাগঞ্জের শ্রীপতিপুর কর্মকার পাড়ায় (ইউপি ভবন সংলগ্ন) অবস্থিত কারখানা থেকে তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন।
জানা যায়, দীর্ঘদিন থেকে গোপনে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে দেশী-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী উৎপাদন, প্যাকেট ও বাজারজাত করে আসছিল এই চপল।
বিষয়টি গোপনসূত্রে সংবাদ পেয়ে তথ্য সংগ্রহের জন‍্য আনন্দ টিভির উপজেলা প্রতিনিধির সহকর্মী সহ একাধিক সাংবাদিক দুপুরে সেখানে উপস্থিত হন। এসময়, চপল ও তার সহযোগিরা কৌশলে সাংবাদিকদের কারখানায় অবরুদ্ধ করে লাঞ্ছিত করে। ভুক্তভোগীদের একজন গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় সাংবাদিকদের ধারণকৃত কারখানার বিভিন্ন নকল ব্র্যান্ডের স্টিকার, উৎপাদিত পণ্যের প্যাকেটজাতকরণ ও কাঁচামালের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরের দিন সাংবাদিক লাঞ্ছিতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সর্বমহল থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।
ঘটনার পরের দিন মঙ্গলবার, ২৮ জুন ২০২২ দুপুরে জেলা ভোক্তা অধিকার কর্মকর্তারা ওই কারখানায় উপস্থিত হলে সুচতুর আহসান হাবীব চপল কারখানা থেকে সকল নকল ব্র্যান্ডের স্টিকার, উৎপাদিত পণ্য ও কাঁচামাল সরিয়ে নতুনভাবে ভোক্তা অধিকারের সামনে উপস্থাপন করে। এসময় ভোক্তা অধিকারের জেলা কর্মকর্তা আব্দুস সালাম তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় একাধিক ধারায় আহসান হাবীব চপল ও তার সহযোগীদের আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর