-
- অপরাধ, জেলা সংবাদ, সারাদেশে
- জয়পুরহাটে ১১২ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
- আপডেট সময় June, 29, 2022, 12:53 pm
- 117 বার পড়া হয়েছে
মোঃ মিজানুর রহমান, জয়পুরহাটঃ
বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ২৯ জুন রাত ০১.০৫ ঘটিকার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব।
১১২ বোতল ফেন্সিডিল ১১২, ৩ টি মোবাইলসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে মোঃ মিঠু (২৭),ধরইল গ্রামের মোঃ জোনাব্বের এর ছেলে মোঃ আব্দুস সালাম(৩৮) এবং দহতপুর গ্রামের মোঃ আছির উদ্দিনের ছেলে মোঃ মাহমুদুল ইসলাম(২৭)। সকলেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে জানায় র্যাব ।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর