সিলেটে বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ২ লাখের বেশি কৃষক। মৌসুমের শুরুতেই তলিয়ে যায় বোরো ফসল। তারপর আউশ ও সবজি ক্ষেত। বানের পানিতে ভেসে গেছে ঘরে রাখা ধানও। কৃষি বিভাগের হিসাবে, বন্যায় পুরো জেলায় কৃষিখাতে ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার চককোনা গ্রামের প্রান্তিক চাষী আব্দুল মালিক। ২৫ বিঘা জমিতে তিনি লাগিয়েছিলেন ধান। এই ফসল থেকে সারাবছর পরিবার নিয়ে খেয়ে-পরে বেঁচে থাকার আশা ছিল তার। সে আশা এখন পরিণত হয়ে হতাশায়।
বসন্তরা গ্রামের কৃষক মখলিছ মিয়া জানান, ২ একর ৭০ শত জমিতে লাগানো ঝিঙ্গা, করলা, তরী, চিচিঙ্গা সহ সব ধরনের সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে তার ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ক্ষতি কি ভাবে কাটিয়ে উঠবেন তা ভেবে পাচ্ছেন না।
কুমারগাঁওয়ের সবজি চাষী আব্দুল আহাদ জানান, এবারের বন্যায় তার এক একর সবজি ক্ষেতের পুরোটাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
আব্দুল মালিক, আব্দুল আহাদের মত জেলার দুই লাখ কৃষক কষ্টের ফসল হারিয়ে এখন পুরো নিঃস্ব। তাদের অভিযোগ, এই দুঃসময়ে তাদের পাশে নেই কেউ। ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় উদ্যোগ নেয়ার কথা জানিয়ে কৃষি বিভাগ বলছে, সামনের আমন মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।
কৃষি বিভাগের হিসাবে, জেলায় ৩০ হাজার হেক্টর জমির ফসল ভেসে গেছে। সবজি নষ্ট হয়েছে তিন হাজার হেক্টর। সবমিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ২০ হাজার কোটি টাকার বেশি।