-
- ব্রেকিং, সারাদেশে, সিলেট
- সিলেটে ওসমানী বিমানবন্দর এখনই সচল হচ্ছে না
- আপডেট সময় June, 20, 2022, 7:07 pm
- 183 বার পড়া হয়েছে
খায়রুল আলম সুমন :
সিলেটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ফ্লাইট চলাচল এখনও সচল হয়নি। রানওয়ে থেকে পানি লাইটগুলো তলিয়ে থাকার কারনে এখনও বিমানবন্দর সচল। তাই আরও কয়েকদিন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকতে পারে বলে জানান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ২০ জুন সোমবার বিমানবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আমরা যত দ্রুত সম্ভব এই বিমানবন্দর চালু করার চেষ্টা করব। তবে পানি না নামলে আমাদের তেমন কিছু করার নেই।
ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরাও ফ্লাইট চালুর জন্য প্রস্তুত রয়েছি। পানি নামলেই ফ্লাইট চালু করা হবে ইনশাআল্লাহ। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আজকে থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় আরও কয়েকদিন ফ্লাইট বন্ধ থাকতে পারে।
রানওয়েতে পানি ওঠায় শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হলে পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। রোববার থেকে নামতে শুরু করে রানওয়ের পানি। সোমবার প্রায় পুরোটাই নেমে গেছে। কিন্তু এখনও তলিয়ে রয়েছে অ্যাপ্রোচ লাইট। তাই আরও কয়েকদিন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকতে পারে।
এ জাতীয় আরো খবর