ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিশ্বের এমন অনেক আশ্চর্য্য রকম ঘটনা আছে যা অনেকেরই অজানা তেমনই একটি অজানা ও বিস্ময়কর খবর হল নারীলতা নামক একটি ফুলের সৃষ্টি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকায় এমনই এক ফুলের সন্ধান পাওয়া গেছে যা কিনা দেখতে অবিকল নারীদের মত।
বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে, নারীলতা একটি নগ্ন ফুলের নাম! নারীদের মত দেখতে মনে হয় বলে এ ফুলের নাম দেয়া হয়েছে নারীলতা ফুল। পৃথিবীতে অনেক ফুলের নাম শুনেছি এবং দেখেছি। কিন্তু এমন একটি ফুল কি কেউ কখনও দেখছেন ? ফুলটি দেখলে অনেকরই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। তবে বাস্তবেই এমন ধরনের ফুলের অস্তিত্য আছে পৃথিবীতে। হিমালয় পর্বতের সারি সারি পাহাড়ের পাশেই এদের জন্ম।
ভারতে এ গাছকে নারীলতা “Narilota” বলে থাকে। তাছাড়া থাইল্যান্ডেও এই ফুল পাওয়া যায়। থাইল্যান্ডে বলে “Nareepol” এবং শ্রীলংকাতে বলে “Liyathabara Mala” । নারীলতা গাছে প্রতি বিশ বছর পর পর ফুল ফুটে। যে ফুলকে দেখলে অনেকেই ভাবতে পারেন এ গাছে মনে হয় পরীরা আস্তানা গড়ে আছে। অনেকে এ গাছের নিচ দিয়ে গেলে ভয়ে দৌড়ে পালায়।